শিরোনাম
বুড়িচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
বিস্তারিত
১০ জুলাই ২০১৪ তারিখ বৃহস্পতিবার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আ.ন.ম.নাজিম উদ্দীন উপজেলার বাজার রোডে বিভিন্ন যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সদর বাজার এলাকায় এলোমেলোভাবে গাড়ি রাখায় ও ফুটপাতে দোকানপাট বসিয়ে রাখায় প্রতিনিয়িত যানজট লেগে থাকে। যানজট নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুড়িচং বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাক, সিএনজি, অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহন রাস্তার উপর এলোমেলোভাবে রাখার কারণেে এবং ফুটপাতে দোকান খোলার কারনে সর্বমোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বুড়িচং থানার এস আই সফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।