Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত যুবকের লাশ বুড়িচংয়ের নিজ বাড়ীতে দাফন
বিস্তারিত


কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা গ্রামের মোঃ মোস্তফা কামাল নামে এক ব্যক্তি মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত যুবকের লাশ গতকাল ২০ মার্চ বৃহস্পতিবার তার নিজ বাড়ীতে দাফন করা হয়েছে। এর আগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর ৫.৩০টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিহত মোস্তফা কামালের লাশ বাংলাদেশে আসে। নিহত মোস্তফা কামালের বড় ভাই মোঃ খলিলুর রহমান জানান, গত ২০ মার্চ ২০১৪ বৃহস্পতিবার ভোরে নিহত মোস্তফা কামালের লাশ দেশে আসবে বলে মলোশিয়া থেকে নিহত মোস্তফা কামালের সঙ্গীরা নিশ্চিত করেন। তদনুযায়ী তিনি গত ২০ মার্চ ২০১৪ সকাল ভোর ৫.৩০টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত মোস্তফা কামালের লাশ দেশে আসে। পরবর্তীতে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯ টায় মোস্তফা কামালের লাশ তার পরিবারের নিকট হস্থান্তর করেন।  মোস্তফা কামালের লাশ বাড়ীতে আসলে স্বজনদের আহাজারীতে এলাকার শোকের ছায়া নেমে আসে। পরে বিকেল ৩ টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য, উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামের আকমত আলী মেম্বার বাড়ীর মৃত আঃ জব্বারের পুত্র মোঃ মোস্তফা কামাল (২৭) গত ১৭ মার্চ ২০১৪ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ টায় তার এক বন্ধুকে এগিয়ে দিয়ে আসার জন্য মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বেড়িয়ে যায়। এ সময় মোস্তফা তার বন্ধুর মোটর সাইকেলের পিছনে বসা ছিল। স্থানীয় চোঙ্গা ফোলো এলাকায় মোটর সাইকেলটিকে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিলে মোস্তফা কামাল ছিটকে রাস্তার মধ্যে পরে গেলে দ্রুতগামী একটি ট্যাক্সি ক্যাব মোস্তফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়। মোটর সাইকেল চালক নিহত মোস্তফার বন্ধু গুরুতর আহত হন। নিহত মোস্তফা কামাল ৫ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিল।

ছবি
ডাউনলোড