Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বুড়িচংয়ে পরিত্যাক্ত অবস্থায় মর্টার সেল উদ্ধার
বিস্তারিত

বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর এলাকার খাল থেকে মাছ ধরার সময় জয়নাল আবেদীন নামে এক ব্যাক্তির দেয়া তথ্যের ভিত্তিতে দুইটি মর্টার সেল উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ। জানা যায়, গত ১৯ মার্চ ২০১৪ সকাল ৯ টায় উপজেলাধীন রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের মদিনা মার্কেটের দক্ষিন পার্শ্বে খালে ওই এলাকার জয়নাল আবেদীন নামে এক ব্যাক্তি মাছ ধরার সময় লোহা সদৃশ্য দুইটি ভারি বস্তু দেখতে পায়। পরে লোহা সদৃশ্য দুইটি বস্তুকে কাঁদা থেকে তোলে পরিস্কার করে সন্দেহ হলে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০ টায় বুড়িচং থানার এস.আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য উপস্থিতিতে সেল দুইটিকে উদ্ধার করে বুড়িচং থানায় নিয়ে আসে। বুড়িচং থানার এস.আই জাকির হোসেন জানান, মর্টার সেল দুইটি স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে। দুইটির গায়ে ১৯৫৪ সালের তৈরী লেখা আছে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি জব্দ তালিকা করা হয়েছে। কোর্টের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

ছবি
ডাউনলোড